এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তাকে বিদেশে নেয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত রোববার ষষ্ঠবারের মত হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরেই ক্রনিক লিভার ডিজিজ, রক্তনালীতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।
Drop your comments: