কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটের কমােড থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী মজিরন খাতুন প্রসূতি ওয়ার্ডের পাশে ওয়াশ রুমের কমােড পরিষ্কার করতে গিয়ে কমােডের মধ্যে একটি নবজাতকের মরদেহ দেখতে পান। পরে কর্তৃপক্ষকে খবর দেয়া হলে সেখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা আসেন। এরপর কুড়িগ্রাম সদর থানাকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী নুরনবী কমােড থেকে মরদেহটি উদ্ধার করে এবং হিমঘরে রাখা হয়।
তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর এসআই জাহিদ বলেন, অভিযােগ পাওয়ার পর হাসপাতালের কমােড থেকে মৃত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। তার মাথা কমােডের নীচের দিকে এবং বাকি অংশ উপরের দিকে ছিল। মরদেহ উদ্ধার করে আপাতত হিমঘরে রাখা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন বলেন, নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কােনো এক সময় শিশুটিকে ফেলে রাখা হতে পারে। আমরা পুলিশকে এ ব্যাপার আইনি ব্যবস্থা নেয়ার অনুরােধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মাে. শাহরিয়ার বলেন, নবজাতকটি ইমম্যাচুউরড ৭ থেকে ৮ মাস বয়স হবে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে শিশুটির ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।