গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে হারিয়ে যাওয়া একটি ষাঁড় গরু জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করে নেয়ার ঘটনার প্রধান আসামি ইউপি সদস্য আব্দুল গাফফারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে তাকে তার নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়।
গফ্ফার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এ বিষয়ে তাকে প্রধান করে মোট ৭ জনের বিরুদ্ধে গত ১৩ মে বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন গরু ব্যবসায়ী আইয়ুব আলী।
এ নিয়ে মঙ্গলবার রাতে যুগান্তর অনলাইনে এবং বুধবার যুগান্তর প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশ হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মামলার বাদী আইয়ুব আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের বসিন্দা এবং ওই ইউনিয়নের একজন সদস্য। গত ১২ মে রাতে তিনি ২০টি গরু নিয়ে দৌলতদিয়া ট্রলার ঘাটে আসেন। সেখান থেকে লক্ষাধিক টাকা মূল্যমানের একটি ষাঁড় গরু হারিয়ে যায়।
ষাঁড়ের মালিক আইয়ুব আলী ও ট্রলার ঘাটের ইজারাদার খবির মণ্ডল বলেন, গোপনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাফফার মেম্বারের নেতৃত্বে ষাঁড়টি জবাই করে মাংস ভাগাভাগি করে নিতে দেখি। পরে তারা নিজেরাই গরুটি নদীরপাড় হতে খুঁজে পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য আব্দুল গাফফারকে বুধবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।