সম্প্রতি সৌদি আরবে আন্তর্জাতিক অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। টাঙ্গাইলের নাগরপুরের এই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সে কাতারে নাম লিখিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
নিজের ফেসবুক পেজে হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে মুশিফক লিখেছেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।’
এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ১৩ বছর বয়সি সালেহ আহমাদ তাকরিম।
মক্কার পবিত্র মসজিদুল হারামে গত বুধবার রাতে ঘোষণা করা হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। যেখানে ১১১টি দেশের দেড় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় করে বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম। সেখানে তার হাতে তুলে দেয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত সাড়ে ২৭ লাখ টাকা।