November 24, 2024, 8:15 pm
সর্বশেষ:
বান্দরবানে ভিক্ষুকদের নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ সেবাদান প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালেন আদিত্য ফাউন্ডেশন বাগেরহাটে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গুড়িঁয়ে দেওয়া হলো মসজিদ লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা Shael Oswal’s Romantic Anthem “Rabba Kare” Mesmerizes Audiences Worldwide কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি প্রশাসন ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমির খসরু বান্দরবানে পর্যটকদের বিনোদনে চালু হচ্ছে ছাদখোলা বাস বান্দরবানে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান

হাত ধোয়ার মেশিন উদ্ভাবন করে কেনিয়ার ৯ বছরের শিশু পেল ‘প্রেসিডেনশিয়াল পদক’

  • Last update: Wednesday, June 3, 2020

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাঠ দিয়ে হাত ধোয়ার মেশিন উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দেয়া কেনিয়ার নয় বছরের স্টিফেন ওয়ামুকতা ‘প্রেসিডেনশিয়াল পদক’ এ ভূষিত হয়েছে।

পুরস্কার পেয়ে আনন্দিত জানিয়ে স্টিফেন বলেছে, ‘আমার এখন দুটি হাত ধোয়ার মেশিন আছে। আমি আরো বেশি বানাতে চাই।’

করোনা প্রতিরোধে টিভির অনুষ্ঠান দেখে তার মাথায় এটা এসেছিল। পশ্চিম কেনিয়ার যে গ্রামে তারা থাকে সেখানে অবশ্য এখনো করোনা আক্রান্ত কোন রোগী শণাক্ত হয়নি। যদিও কেনিয়ায় ৭০ জন মারা গেছে এবং দুই হাজারের বেশি শণাক্ত হয়েছে।

কিন্তু স্টিফেনের বাবা জেমস ওয়ামুকতা চিন্তিত এই ভেবে যে করোনা যে কোন সময় তাদের গ্রামেও চলে আসতে পারে। ‘আমি জানালা বানানোর জন্য কিছু কাঠের টুকরো বাড়িতে এনেছিলাম। কিন্তু বাইরে কাজ সেড়ে একদিন পর ফিরে দেখি স্টিফেন হাত ধোয়ার মেশিন বানিয়ে বসে আছে’, জেমস বলছিলেন।

‘চিন্তাটা ওর। আমি শুধু মেশিনটি বাঁধতে সাহায্য করেছি৷ আমি ওকে নিয়ে খুব গর্বিত। নতুন কিছু শেখার প্রতি ও সবসময়ই বেজায় উৎসুক’, জেমস যোগ করেন।

সোমবার দেশপ্রেমের জন্য দেয়া প্রেসিডেনশিয়াল পদক ‘ওযালান্ডো’ মোট ৬৮ জন কেনিয়ানকে প্রদান করা হয়েছে যাদের মধ্যে স্টিফেনও একজন।

স্টিফেন বলেছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়।
জানতে পেরে তাদের কাউন্টির গভর্নর তাকে বৃত্তি পাইয়ে দেবেন বলে কথা দিয়েছেন।

বিবিসি অবলম্বনে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC