হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা
হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন মো.আলী আজম নামে এক বিএনপি নেতা। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে নিজ বাড়ি পাবরিয়াচালা এলাকায় তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। তিনি এ অবস্থায় জানাজায় ইমামতিও করেন। তার মা মোসা.সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মরহুমার স্বজনরা জানান, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজমের মা গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে তার আইনজীবী সোমবার (১৯ ডিসেম্বর) তার প্যারোলে মুক্তি চাইলে আদালত সেদিন তাকে মুক্তি দেননি। পরদিন মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজার নামাজ পড়ান।