দেশের কওমি অঙ্গনের বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসার মেহমানখানায় দেশের শীর্ষ আলেমগন ও মাদ্রাসার শুরার সদস্যরা এক বৈঠকে মিলিত হন। এ সময় মাদ্রাসার বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীকে মহাপরিচালক, মুহতামিম ঘোষণা করেন। মুহতামিম ঘোষণা শুনে তিনি বৈঠকে ইন্তেকাল করেন। এরপর মাদ্রাসার মজলিশে শূরা বৈঠকে মাওলানা ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত ‘মুহতামিম’ বা মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। পরবর্তী শুরা বৈঠক না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল সদস্য আল্লামা শেখ আহমদ।
এ বৈঠকে ‘মঈনে মুহতামিম বা সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, ‘শিক্ষা পরিচালক মাওলানা কবির আহমেদ, ‘সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ওমর মেখলীর নাম ঘোষণা করা হয়েছে।