হাটহাজারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪৭নং হাটহাজারী আঞ্চলিক শাখার বাস্তবায়নে কামাল পাড়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খতিব হজরতুলহাজ্ব মওলানা মুহাম্মদ সেকান্দর আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, গৃহ নকশার পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ মুহিবুল হক।
এতে আরও বক্তব্য রাখেন, হযরত মওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন, হজরত মওলানা মুহাম্মদ আলহাজ্ব রেজাউল করিম, মওলানা এরশাদুল হক প্রমূখ।
পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।