![IMG_20201202_201334](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/12/IMG_20201202_201334-1.jpg)
মঙ্গলবার সন্ধায় হাটহাজারীর মাদর্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মরহুম আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জীবন, কর্ম, অবদান শীর্ষক আলোচনা সভা ও নবনির্বাচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির এবং কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মাদার্শার কৃতি সন্তানদের গণসংবর্ধনার আয়োজন করে মাদার্শার তরুণ আলেমদের দ্বীনি ও সেবামূলক সংগঠন ইশায়াতে ইসলাম সংস্থা।
মাদার্শা মাদরাসার শিক্ষা পরিচালক, মাদার্শা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইয়াসিনের সভাপতিত্বে, ইশায়াতে ইসলাম সংস্থার সভাপতি হাফেজ মাও. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মাও. সাইফুল্লাহর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সংগ্রামী আমির, দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী। সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দারুল উলুম হাটহাজারীর উচ্চতর হাদিস বিভাগের অধ্যাপক,মাদার্শার কৃতি সন্তান আল্লামা ড. নুরুল আবছার আজহারী, দারুল উলুম হাটহাজারীর আরবি সাহিত্য বিভাগের প্রধান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাদার্শার কৃতি সন্তান মাও. হাফেজ আনোয়ার শাহ আজহারী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক, মাদার্শার কৃতি সন্তান মাও. হাফেজ সায়েম উল্লাহ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাও. আবু তাহের ওসমানী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ মাদার্শা কৃতি সন্তান সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত দায়ি মাও. মাহমুদ হাসান গুনুবি, মাদার্শা মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. আব্দুস সালাম, মাদার্শার কৃতি সন্তান মাও. আবু ইউসুফ প্রমুখ।
ইশায়াতে ইসলাম সংস্থার পক্ষে সংবর্ধিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার সভাপতি হাফেজ মাও. মহিউদ্দিন ও সেক্রেটারি মাও. সাইফুল্লাহ। সংবর্ধিত বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মাও. ইব্রাহিম, মাও. লোকমান, মাও. হাফেজ জমির উদ্দিন, মাও. হাফেজ শেখ খালেদ, মাও. ইসমাইল, মাও. হাবিব উল্লাহ, মাও.মুহাম্মদ তাহের মাও. হাফেজ সাখাওয়াত হোসেন চৌধুরী, মাও. আমির খছরু ও মাও. মুসলিম। সংবর্ধিত অতিথিবৃন্দকে হেফাজতে ইসলাম বাড়ি ঘোনা শাখা, জমশেদিয়া নূরানী একাডেমি ও মদিনাতুত তাহফিজ মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।