হাটহাজারীর উত্তর মাদার্শায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে পবিত্র মিরাজুন্নবী (দ.) উদযাপন ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫নং উত্তর মাদার্শা শাখার সহযোগীতায় রমজান আলীর বাড়িতে এ মাহফিলে আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুর ইসলাম সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নূর খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হযরতুল আল্লামা মোহাম্মদ সাহেদুল আলম, হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এরশাদুল হক, হযরতুল আল্লামা জসিম উদ্দীন মুনিরী, হযরতুল আল্লামা মোহাম্মদ আবদুস সবুর প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নুর খান বলেন, বর্তমান সরকার ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করছে। এক্ষেত্রে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদমুক্ত যুব সমাজ গঠনে তরিক্বতের মাধ্যমে তরুণ ও যুবকদের উজ্জীবিত করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি। আলোকিত সমাজ গঠনে এ দরবার ও সংগঠনের ভূমিকা সকলের নজর কেড়েছে এবং বেশ সমাদৃত হয়েছে।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।