গণঅভ্যূত্থানে সরকার পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ কার্যালয়ে উপস্থিত হয়ে তীব্র জনরোষের শিকার হয়ে কার্যালয় ছেড়ে পালিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যু্বলীগ নেতা আকতার হোসেন খান সুমন।
এসময় চেয়ারম্যান সুমন ও তার সহযোগিরা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলা চালালে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয় ছাত্রদল যুবদলের নেতা সহ বেশ কয়েকজন আহত হন।
রবিবার (১৮ আগষ্ট) দুপুর সাড়ে বারটার দিকে মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে ইউপি কার্যালয় ঘেরাও করে স্থানীয় ছাত্র জনতা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবী জানান। এসময় চেয়ারম্যান সুমন সেখানে উপস্থিত হলে তীব্র জনরোষের মুখে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যানের সহযোগিরা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলা চালালে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ওসমান গনি ও স্থানীয় আসিফ যুবদল নেতা রাশেদ সহ ছাত্রদল যুবদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ধাওয়া পাল্টা ধাওয়া কালে ইউপি চেয়ারম্যান সুমন ও ইউপি সদস্য জাকির হোসেনকে হেনস্থা করে উপস্থিত জনতা। পরে জনতার তীব্র প্রতিরোধের মুখে কার্যালয় ছেড়ে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান সুমন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, অবৈধ সরকারের পাতানো নির্বাচনে চেয়ারম্যান হয়ে এলাকায় অনিয়ম ও দুর্নীতিতে মেতেছেন চেয়ারম্যান ও তার লোকজন। এলাকার উন্নয়ন দূরে থাক দুর্নীতি করে সব লুটেপুটে খেয়েছে। নানা অনিয়ম চোখে দেখলেও প্রতিবাদ করার সাহস পায়নি কেউ।
ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন মোবাইলে বলেন, দেশের চলমান এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দিতে গেলে হঠাৎ কিছু লোকজন এসে আমাকে ও আমার প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা করে।
হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ইউপি কার্যালয় ঘেরাও করলে সেখানে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ওসমান গনি সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয়েছেন আসিফ নামের আরো একজন পথচারী।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদে সংঘর্ষের সংবাদ পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।