চট্টগ্রামের ষোলশহর-চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) রেললাইনের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়া মো. জাবেদ হোসাইন (২৬) নামে এক দুবাই প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। তিনি সপ্তাহখানেক আগে দুবাই থেকে বাড়িতে আসেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী সংলগ্ন শাটল ট্রেনের লাইনে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী জাবেদ উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহাথি ব্যাপারীবাড়ির আবুল কাশেমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে দুবাই থেকে প্রবাসীর জাবেদ বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সোমবার রাতে সে ঢাকা যাবে বলে ঘর থেকে বের হয়। এদিকে সকালে সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তার (জাবেদ) ট্রেনে কাটা খণ্ডিত মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি ধারণা করছেন, রাতে চবির শাটল ট্রেনে কাটা পড়ে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রবাসীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।