
সৌদি আরব হাজিদের প্রথম দল পৌঁছেছে মক্কায়। বিভিন্ন স্বাস্থ্যবিধি ও মানদণ্ড অতিক্রম করে হাজিরা সেখানে উপস্থিত হতে সক্ষম হয়েছেন। সৌদি হজ কর্তৃপক্ষ তাদের স্বাগত জানিয়েছে। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরের হজে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। ৬৪ বছরের ঊর্ধ্ব কাউকে হজের অনুমতিও দেয়া হয়নি। যারা অংশ নিতে যাচ্ছেন তাদেরও বেশ কিছু সতর্কতামূলক ধাপ পার করতে হচ্ছে। সবাইকে ৭ দিনের বাধ্যতামূলক আইসোলেশইনে থাকার পর হজে অংশ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এবার ইলেকট্রিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে হাজিদের নির্বাচন করা হয়েছে। এখানে মানুষের কোনো হাত নেই। যারা নির্বাচিত হয়েছেন তাদের ওপর অবশ্যই আল্লাহর বিশেষ রহমত আছে। কারণ লাখ লাখ মানুষের মধ্যে শুরু তারাই নির্বাচিত হতে পেরেছেন।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, হাজিদের প্রথম দল কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাদের স্ক্রিনিং করা হয়। তারপর তাদের বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ২৯ জুলাই পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জানা যায়, হাজিদের মক্কার একটি হোটেলে রাখা হয়েছে। তাদের সর্বক্ষণ মাস্ক পড়ে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষ থেকে। সেখানেই তাদের হজে কীভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে তার দিক-নির্দেশণা দেয়া হবে।
এ বছর হজকে ঘিরে কড়া স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত ২০ জুলাই থেকে তারা মক্কা, মিনা ও আরাফায় সাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে। অনুমতি ছাড়া এসব এলাকায় প্রবেশেই রাখা হয়েছে জরিমানার বিধান। হজের সময় হাজি, নিরাপত্তা বাহিনী ও অনুমোদিত মানুষ ছাড়া কেউ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে পারবে না।