![InShot_20220404_135707992](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220404_135707992-scaled.jpg)
হাইওয়ে ছাড়া সব সড়কে চলতে পারবে ইজিবাইক ও থ্রি হুইলার। ইজিবাইক অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ সংশোধন করে আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।
সোমবার (৪ এপ্রিল) আপিল বিভাগ এ আদেশ ঘোষণা করেন।
এর আগে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজিবাইক, থ্রি-হুইলারজাতীয় অটোরিকশা সরকার রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন বিভাগ ও বিআরটিএ কর্মকর্তারা বলছেন, আর্থসামাজিক নিরাপত্তা বিবেচনায় এসব যানবাহনকে অনুমতি দিয়ে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে সরকার।
বুয়েট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এগুলো পরিবেশের জন্য হুমকি। তাছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব ইজিবাইক বা থ্রি হিুইলারের ব্যাটারি চার্জ দেয়া হচ্ছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।
এছাড়া বিগত বছরগুলোতে মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে এসব ইজিবাইক, থ্রি হুইলারজাতীয় অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সরকারি নিষেধাজ্ঞার পরও মহাসড়কে এসব বাহন চলাচল বন্ধ হয়নি। সারা দেশে ৪০ লাখের বেশি থ্রি হুইলার ও ইজিবাইক চলছে।