শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার মধ্যরাতে বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত এড়ালিয়া গ্রামের মারামারি মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাকারিয়া(৪৫) কে গ্রেপ্তার করা হয়।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগতরাতে বানিয়াচং থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের দিক নির্দেশনায় এএসআই রিমন ঘোষের সংগীয় ফোর্সের সহায়তায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পলাতক আসামি বাকারিয়া (৪৫) এড়ালিয়া গ্রামের মৃত ছুরত আলীর ছেলে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।