হবিগঞ্জস্থ চুনারুঘাট উপজেলার শেকড় সামাজিক সংগঠন ০১ নং গাজীপুর ইউপি শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) উক্ত পরিচিতি সভায় ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি মোজাহিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক এম. এ. মালেক।
উপস্তিত ছিলেন প্রধান উপদেষ্টা কবি এস এম তাহের খান, উপদেষ্টা মাওলানা বেলায়েত উল্লাহ, উপদেষ্টা মোঃ রায়হান উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম মিজান (উপজেলা পোস্ট মাস্টার) শেকড়ের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান সুমন ও প্রচার সম্পাদক মোঃ রুমান আহমেদ, সার্বিক সহযোগিতায় শেকড়ের উদ্যোক্তা-প্রতিষ্টাতা সভাপতি এ কে এম নুরুজ্জামান স্বপন তরফদার। সহযোগী মাওলানা আবুল কাশেম আল আবেদী ও সৈকত মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিবিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ রুমন, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল হাসান, অর্থ সম্পাদক ইফতিকারুজ্জামান তাপস প্রমুখ।
পৃষ্ঠপোষকতায় ছিলেন, উপদেষ্টা মোহাম্মদ আলী (সৌদি প্রবাসী), উপদেষ্টা শফিকুল আলম ভূঁইয়া(আমেরিকা প্রবাসী), উপদেষ্টা এম, বি জুয়েল ও নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মঙ্গল কামনা ও শেকড় সামাজিক সংগঠনকে সঠিক নেতৃত্বের ভূমিকায় সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করে সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন নবগঠিত কমিটির সভাপতি মোজাহিদ খান।