![InShot_20220408_192729346](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220408_192729346-scaled.jpg)
মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ৮ বছর আগে যবিপ্রবি ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেলে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যশোর র্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, রওশন ইকবাল শাহী ২০১৪ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার বিকেলে র্যাবের একটি টিম শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Drop your comments: