![InShot_20221107_204105330](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/11/InShot_20221107_204105330.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিকুল আমিন বোরহান (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আর গুরুত্বর আহত হয়েছেন শাহেদ আলী (৪২)।
আজ সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাস’কে ক্লোজ করা হয়েছে। রফিকুল মৌলভীবাজার সদর উপজেলার কুছারমহল এলাকার আব্দুস শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় জানান,বোরহান ও শাহেদ আলী মোটরসাইকেল যোগে শহরে আসছিল তখন জুগিডর এলাকায় ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দেন। তারা মোটরসাইকেল নিয়ে সিগন্যাল অমান্য করে চলে আসতে চাইলে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা একটি বাসের সাথে ধাক্কালেগে ঘটনাস্থলে বোরহানের মৃত্যু হয় ও গুরুত্বর আহত হয় শাহেদ আলী।
বোরহানের মৃত্যু খবর জানাজানি হলে এলাকার লোকজন মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনাস্থলে পৌচ্ছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে দোষী কনেস্টেবল অসিত কুমারকে সাময়িকভাবে ক্লোজ করা হলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।