নওগাঁর বলদগাছী উপজেলার পাহাড়পুর থেকে একদিন বয়সের একটি কন্যা শিশু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) রাতে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
বদলগাছী পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই মনির জানান, সন্ধ্যায় পাহাড়পুর পুলিশ ফাঁড়ির কিছু দূরে সড়কের পাশে একটি ব্যাগে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। পুলিশ তার পরিচয় শনাক্তের কাজ করছে।
Drop your comments: