স্বয়ংক্রিয়ভাবে করোনা ধ্বংস করার ডিভাইসযুক্ত উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বহরে এসেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বিমানের সেলস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ বোম্বারডিয়ার ড্যাশ এইটের এমন আরো দুটি বিমান দেশে আসবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও বিমান বিদায়ী অর্থবছরে মুনাফা অর্জন করেছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মার্চ মাসের শেষদিকে ঢাকা- টরেন্টো রুটে ফ্লাইট চালু করার লক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রতিযোগিতায় টিকে থাকতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্মকর্তাদেরকে বিমানের সেবার মান উন্নয়নের তাগিদ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ধানমন্ডির সেলস সেন্টার চত্বরে টিকিটের পাশাপাশি বিমান পোল্ট্রি কমপ্লেক্স উৎপাদিত মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ক্রেতারা।