তিমির বনিক, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারে সোমবার স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২৩ জন ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। সংক্রমণ প্রতিরোধে পুরো জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৪ হাজার ৪শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা ও আদায় করা হয়।
সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা প্রদান করেছেন। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হবে বলে জানান।
Drop your comments: