তিমির বনিক, মৌলভীবাজার থেকে: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের অভিযান অব্যাহত রয়েছে। রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপি জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা ও তা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২৫৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজারে আরও ১১১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ২ শতাংশ। আজ শুক্রবার (২৮ জানুয়ারী) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১১ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৫৩ জনে।
নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নমুনা প্রদানকারী ২৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন, কুলাউড়ায় ২৪ জন, সদরে ৫ জন, কমলগঞ্জে ১১ জন, বড়লেখায় ১১ জন, রাজনগরে ৬ জন এবং জুড়ীতে ১০ জন রয়েছেন।
শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৮ জন এবং কমলগঞ্জে ১ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩৫ জন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ৩ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৪ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫১৪ জন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।