স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা, আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ শুক্রবার (১৮ মার্চ ২০২২), সকালে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এই কর্মসূচি ঘোষনা করেন স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি গঠিত সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
আমান উল্লাহ আমান জানান, দুই দিনব্যাপী মেলা ও প্রদর্শনীতে বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, সাহিত্য ও বিশ্লেষণধর্মী বই আলোকচিত্র ও চিত্রকর্ম স্থান পাবে। থাকবে বিষয় ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
কর্মসূচি হলো-
আগামী বুধবার ২৩ মার্চ, জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।
এছাড়াও আগামী বৃহস্পতিবার ২৪ মার্চ, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে “মুক্তিযুদ্ধের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বিএনপি” শীর্ষক কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।
প্রেস ব্রিফিং এ বিএনপি’র যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য সচিব এমরান সালেহ প্রিন্স, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, বিএনপি নেতা কাজী রাওনাকুল ইসলাম টিপু, আবদুল মতিন, দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।