মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে ১৬ নভেম্বর (সোমবার) বাদে মাগরিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি মহোদয় এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ কাজী ঈসমাইল, ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ হাসান প্রমূখ ।
মাহফিলে বক্তারা আসাদুজ্জামান খাঁন কামালকে একজন মানবিক রাজনীতিক উল্লেখ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন একজন নিরলস কর্মী। যিনি নিস্বার্থভাবে দিন রাত গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রিতি তিনি বর্তমান যুগের ভয়াবহ মহামরি করোনার কবলে আইসোলেসনে আছেন। মহান আল্লাহর দরবারে এ মহামারি থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাতের পর তাবারুক বিতরন করা হয়।