সুস্মিতা সেনও স্বজনপ্রীতির শিকার। দিন দুই আগে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে টুইটে এ কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন। এবার বিষয়টি নিয়ে আরও বিশদে মুখ খুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
সুশান্ত সিংহ রাজপুতের অকালপ্রয়াণের জন্য বলিউডের নেপোটিজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক ঝাঁক তারকা। তাদের দিকে পাল্টা আঙুল তুললেন সুস্মিতা, স্বজনপোষণের বিরুদ্ধে আঙুল তোলার আগে সবার মনে রাখা উচিত, আমরাই কিন্তু একে আদর করে যুগের পর যুগ বয়ে বেড়াচ্ছি। একা একজনের পক্ষে এ সব করা সম্ভব নয়।
সুস্মিতার জোরালো প্রশ্ন, স্বজনপোষণ যেমন ছিল তেমনই বলিউডের ‘ভেতর’ আর ‘বাইরের লোক’রাও ছিলেন, আছেন, থাকবেন। সবাই জানেন। তবু সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সবাই এমনভাবে বলছেন, যেন এই প্রথম শুনছেন এ সব! কই, এত দিন বিষয়গুলি নিয়ে কেউ তো একটা শব্দও খরচ করেননি!