জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ দীর্ঘদিন পর সাংগঠনিক স্থবিরতা, জটিলতা মান-অভিমান ভুলে অবশেষে গঠন করা হলো আট সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। স্পেনে প্রবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সাধারণ সভা। গত ছয় ডিসেম্বর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় দেশ রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের প্রথম সভায় কমিশন কে গতিশীল ও আরো বেশি শক্তিশালী করতে একটি রূপ রেখা দেয়া হয়েছে।
এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাংবাদিক বকুল খান কে কমিটির সদস্যসচিব, সহকারী প্রধান কমিশনার আব্দুল মুন্তাকিম মুজাক্কির ও এইচ এম দবির তালুকদার, সহকারী সচিব হিসাবে বদরুল কামালী ও হাফিজ মিয়া এবং কমিশন সদস্য হিসেবে বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও শাওন আহমেদ দায়িত্ব পালন করবেন।
৩০ নভেম্বর মঙ্গলবার মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে গ্রেটার সিলেট এসোসিয়েশনের চার জেলা থেকে আটজন মনোনীত সদস্যদের কে নিয়ে কমিশন গঠন করা হয়।