দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসাথে কাজের অঙ্গীকার করেছে সৌদি আরব ও পাকিস্তান। তিন দিনের সৌদি সফরের প্রথম দিনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
সফরে অর্থনৈতিক ও বাণিজ্যিক বেশ কয়েকটি চুক্তির সম্ভাবনা রয়েছে। অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও কথা হয় দুই নেতার। ইমরান খানের সৌদি ভ্রমণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দুই দেশের কূটনীতির জন্য।
এদিকে, বরাবরই মিত্র হলেও সম্প্রতি ইয়েমেন ইস্যুতে ফাটল ধরে দুই দেশের সম্পর্কে। টানাপোড়েনের মধ্যেই শুক্রবার জেদ্দায় যান ইমরান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুবরাজ ও তার স্ত্রী বুশরা বিবি।
Drop your comments: