বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক চাপায় সোনালী আক্তার (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সোনালী উপজেলার ধানসাগর গ্রামের হানিফহাওলাদারের মেয়ে ও দক্ষিন ধানসাগর নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেলীর ছাত্রী ছিল।
আজ (বৃহস্পতিবার) সকালে ১০টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড বগি আঞ্চলিক মহা-সড়কের নলবুনিয়া বাজার সংলগ্ন চেয়ারম্যান ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।দক্ষিন ধানসাগর নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তৌহিদুল ইসলাম মানিক জানান, সকালে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে রাস্তা পার হবার সময় দ্রুত গামী একটি ইাজবাই সোনালীকে চাপা দিয়ে পালিয়ে যায়।শরনখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, শিশুকে চাপা দেয়া ইজিবাইকে সন্ধান করা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Drop your comments: