রাজশাহীর মোহনপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাফল্য মডেল কোচিং সেন্টারের শিক্ষক সামিউল ইসলাম শুভকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে শুভকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে প্রধান আসামি সামিউল ইসলাম শুভকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নির্যাতিত ছাত্রীর মা অভিযোগে জানান, মাজহারুল ইসলাম লিটন কোচিং সেন্টার চালু করে ষষ্ঠ ও দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গেলে গত দুই মাস ধরে কোচিং শিক্ষক শুভ ওই ছাত্রীকে বিভিন্ন সময় প্রেম নিবেদনসহ বিয়ের প্রলোভন দেয়। ওই ছাত্রী বিষয়টি বাসায় জানালে অভিভাবকরা কোচিংয়ে অভিযোগ করে। এরপর ১৪ জুন সকাল ৯টার দিকে কোচিং থেকে ফেরার পথে শুভ ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই সময় কোচিং সেন্টারের পরিচালক মাজহারুল ইসলাম লিটন (২৪) বাইরে পাহারা দিচ্ছিল।
ওসি মোস্তাক আহম্মেদ আরও জানান, অপর আসামি কোচিং সেন্টারের পরিচালক মাজহারুল ইসলাম লিটনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।