মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগষ্ট) সকালে বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এবং বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো ট- ২২-১৭২৪ নাম্বারের একটি রপ্তানি পণ্যবাহি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পিষ্ট করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত ওই শিক্ষার্থীর নিজ পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, সকালে একটি পণ্যবাহী ট্রাক ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ খবর পেয়ে চালককে গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।