তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর স্কুল ড্রেস ধরে প্রকাশ্যে টানাহেঁচড়া ও মারধরের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৪ মে) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউপি মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত কাদিপুর ইউপি মনসুর এলাকার ফখরুল বক্সের ছেলে বিজয় বক্সের (২১) বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিজয় অনেকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছে। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে এবং প্রেমের সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করে। গত ২৪ মে বিকেলে স্কুল থেকে ফেরার পথে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাদিপুরের মনসুর এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীর স্কুল ড্রেস ধরে টানাহেঁচড়া করে মারধর করে বিজয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে বিজয় সেখান থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করতো বিজয়। বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, স্কুলছাত্রীর বাবা থানায় বিজয় বক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অতি শীঘ্রই আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে পুলিশ।