গাজীপুর মহানগরের সালনা এলাকায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। আটক আরিফ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বড়াজানি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সে গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গ্যারেজ মিস্ত্রীর কাজ করতো।
শুক্রবার দিবাগত মধ্য রাত আড়াইটায় বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১ অক্টোবর রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকা থেকে বাসায় ফেরার পথে স্থানীয় এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আরিফসহ তার বন্ধুরা। পরে আরিফের বন্ধু রাসেলের সালনার ভাড়া বাসায় নিয়ে সারারাত তিন জন ধর্ষণ ও ভিডিও ধারণ করে। ভোররাতে বক্স খাটের ভেতর তাকে আটকে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে গোঙানির শব্দ পেয়ে পাশের বাসার ভাড়াটিয়ারা গিয়ে ভিকটিমকে দেখতে পায় এবং পরিবারকে খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। এই ঘটনায় পরদিন ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।