ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বায়োপিক নির্মিত হচ্ছে। এ খবর একটি ভিডিও পোস্ট করে ভক্ত-সমর্থকদের নিজেই জানালেন ভারতীয় সাবেক এই অধিনায়ক।
নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাঁচ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন সৌরভ গাঙ্গুলী।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভের ভূমিকায় অন্য কেউ অভিনয় করছেন। তারপরই স্ক্রিনে ভেসে উঠছে ‘কামিং সুন’ লেখাটি। ক্যাপশনে কিছু লেখেননি তিনি।
তার এই ভিডিও সাবেক ভারত অধিনায়কের জীবনী নিয়ে ছবির ইঙ্গিত দিচ্ছে।
অনেকেই সেই পোস্টের নিচে প্রশ্ন করেছেন- এটা কি বায়োপিকের দৃশ্য? যদিও সেসব প্রশ্নের জবাব দেননি মহারাজ।
প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে ১১৩টি টেস্ট আর ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৫৭৫ রান সংগ্রহ করেন সৌরভ গাঙ্গুলী। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৪৬টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭৬টিতে জয় উপহার দেন তিনি। সৌরভের অধিনায়কত্বে ৪৯ টেস্টের মধ্যে ২১টিতে জয় পায় ভারত।