সৌদি আরব থেকে করোনা ভাইরাসের এক ডোজ টিকা নিয়ে ছুটিতে আসা প্রবাসীদের দেশটিতে ফিরতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে তাদের ৫ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সৌদি সিভিল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে সৌদি এয়ারলাইন্স এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ থেকে যারা চীনের সিনোফার্মের দুই ডোজ (পূর্ণ ডোজ) টিকা নিয়েছেন তাদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এই যাত্রীরা যদি সিনোফার্মের দুই ডোজ টিকা নেয়ার পর সৌদি আরব অনুমোদিত টিকার একটি অতিরিক্ত বুস্টার ডোজ নিতে পারেন তাহলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন লাগবে না। যদিও বাংলাদেশে বুস্টার ডোজ এখনো চালু হয়নি।
সৌদি আরবে অনুমোদিত টিকা চারটি। ফাইজার-বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন এবং জনসন।
১৮ বছরের কমবয়সীদের জন্য হোম কোয়ারেন্টিন। আর ৮ বছরের বেশি বয়স হলে কোয়ারেন্টিনের ৫ম দিনে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।