সৌদি আরব ও কাতার থেকে সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই দুদেশ থেকে ২২৪ কোটি টাকার সার কেনা হবে বলে জানানো হয়। এছাড়া, স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (৩১ জানুয়ায়রি) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বৈঠকে মোট ৬টি প্রকল্পের জন্য কেনাকাটার প্রস্তাব ওঠে। এর মধ্যে, স্পট মার্কেট থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৯ দশমিক ৯ ডলারে কেনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, বিদ্যুৎ বিভাগের ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ১০৪ কোটি ৭০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও জানান, সভায় সৌদি আরব ও কাতার থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ১০৮ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।