সাউদিয়া এয়ারলাইন্স নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চতুর্থ দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে।
রোববার (২৩ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে বিভিন্ন জেলা থেকে কয়েকশ’ মানুষ টিকিটের জন্য ভিড় করে।
সাউদিয়া এয়ারলাইন্স বলছে, বিমানের আসনের ওপর নির্ভর করে প্রতিদিনের ফ্লাইটের যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। বেশির ভাগ প্রবাসী জানেন না কোয়ারেন্টাইনের জন্য কত টাকা প্রয়োজন, কোথা থেকে কোন তারিখের টিকিট সংগ্রহ করতে হবে। এরই মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের কপালেও সৌদি ফিরে যাওয়া নিয়ে চিন্তার ভাঁজ দেখা গেছে। টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন তারা।
সৌদি প্রবাসীদের টিকিট নিশ্চিত করার জন্য এবং কোয়ারেন্টাইনের হোটেল বুকিং করতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
Drop your comments: