May 17, 2024, 1:35 pm

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

  • Last update: Tuesday, November 14, 2023

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. ফারদিন খান ও মো. রাশেদ নামে টাঙ্গাইলের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তাদের মৃত্যু হয়।

সোমবার (১৩ নভেম্বর) সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু এ তথ্য জানান।

নিহতরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান এবং মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ।

সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। বৃদ্ধা বাবা-মা যেন বিলাপ করে নানা রকমের স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন।

ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল কাগজ পাঠিয়েছি। মরদেহ আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগতে।

জানা যায়, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC