বুক ভরা স্বপ্ন নিয়ে বছর কয়েক আগে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন দুই সন্তানের জনক লক্ষীপুরের মুহাম্মদ নুর আলম। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সব স্বপ্ন।
সোমবার (১২ জুলাই) সৌদি আরব স্থানীয় সময় রাত ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টার দিকে) সৌদি আরবের আল কাসিম প্রদেশ থেকে হাইল প্রদেশে যাওয়ার পথে হাইওয়ে রাস্তায় গাড়ি উল্টে প্রবাসী মোহাম্মদ নুর আলমসহ তিনজন নিহত হন। নিহত বাকি দুইজন সেখানকার স্থানীয় নাগরিক।
নিহত নুর আলম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলাম মুন্সী বাড়ির আবুল খায়েরের বড় ছেলে।
মোহাম্মদ নুর আলমের মরদেহ হাইল প্রদেশের সরকারি হসপিটালের হিমঘরে রয়েছে বলে জানিয়েছেন তার শ্যালক সৌদিআরবের আল কাসিম প্রবাসী মাহমুদুল হাসান স্বপন।
Drop your comments: