সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে এক বাংলাদেশী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদ আলম (৩৮) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর সোনাকান্দা এলাকার ফজলু মিয়ার ছেলে। মাহমুদের সহকর্মীরা ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম সোমবার সকালে বলেন, ‘বহুতল ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মাহমুদ মারা গেছেন।’ তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
স্বজনরা জানিয়েছে, মাহমুদের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা এ ব্যাপার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
সূত্র : ইউএনবি
Drop your comments: