পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালে সরকারি চাকরিতে যোগ দেন এবং তিনি পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন। ২০২০ এর এপ্রিলে অবসরে যাওয়ার আগে তিনি দুই বছরের বেশি সময় ইন্সপেক্টর জেনারেল হিসাবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে প্রথম বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের লিচেস্টার বিশ্ববিদ্যালয় ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিয়ন, কসোভো ও সুদানে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।