কামাল পারভেজ অভি, সৌদি থেকেঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৭ জনই প্রবাসী বাংলাদেশি। সর্বশেষ মোহাম্মদ ইদ্রিস নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সৌদি প্রবাসী হাবিব উল্লাহ সওদাগর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ ইদ্রিস মিয়া কক্সবাজার জেলা সদরের ঈদগাঁহ ইসলামাবাদ ইউছুরখীল এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালা চাঁন।
খোঁজ নিয়ে জানা যায়, ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মোহাম্মদ ইদ্রিস। তিনি স্থানীয় ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মক্কার সার আলহজ মা আবদার নিজ বাসায় তিনি মারা যান।
সৌদি আরব সরকারের নিয়ম অনুযায়ী, নিহত মোহাম্মদ ইদ্রিসের লাশ সেখানেই দাফন করা হবে। তার মৃত্যুতে মক্কা ও নিজ এলাকায় খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।