সৌদির জেদ্দায় ফরাসি কনস্যুলেটের এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সৌদিতে অবস্থিত ফরাসি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
কূটনৈতিক স্থাপনায় হামলা চরম অন্যায় বলে মন্তব্য করেছে তারা।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ফরাসি কনস্যুলেটে হামলাকারী সৌদি নাগরিক। তাকে আটক করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবারই ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি দিয়ে তিনজনকে হত্যা করেছে এক হামলাকারী। নিস শহরের মেয়র এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।
Drop your comments: