শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সেনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল।
তবে শত্রু রাষ্ট্রের সঙ্গে কীভাবে ওই তিনজন যোগসাজশ করেছে সেটির বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরব ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। ইরানকেও দেশটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি মনে করে। খবরে বলা হয়েছে, আদালতে ওই তিন সেনা দোষী সাব্যস্ত হয়। পরে রাজ আদেশ তাদের মৃত্যুর পরোয়ানা হিসেবে কাজ করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০১৯ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের চেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যথাক্রমে চীন ও ইরানে। ওই বছর ১৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ।