সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে মাদারীপুরের এক যুবকসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত সোহেল সিকদার (৩২) জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
গত রাতে সোহেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে। এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল। গতকালই ছিল তার শেষ কর্মদিবস।
সোহেলের পরিবার ও এলাকাবাসী লাশটি দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। সোহেলের ছোট দুই সন্তান রয়েছে।
Drop your comments: