সৌদি আরবের রিয়াদে গাড়িতে ফেলে যাওয়া সোনার বিস্কুট ফেরত দিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মো. রায়হান। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা।
প্রায় ১ বছর পূর্বে তার গাড়িতে কামাল নামে এক প্রবাসী বাংলাদেশি সোনার বিস্কুটটি ফেলে যান। রায়হান সম্প্রতি তাকে খুঁজে পেয়ে তাকে বিস্কুটটি ফেরত দেন। স্বর্ণের এই বিস্কুটটির মূল্য ১৬০০০ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ টাকা।
রায়হান বলেন, যার জিনিস তাকে আমি ফেরত দিয়েছি। আমি ইচ্ছে করলে বিস্কুটটি তাকে ফেরত নাও দিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। সোনার বিস্কুটটি ফেরত দিতে পেরে আমি খুব খুশি।
সোনার বিস্কুটটি ফেরত পেয়ে কামাল খুশি হয়ে তাকে ৫০০ রিয়াল দিতে চাইলেও রায়হান তা নেননি।
উৎসঃ যুগান্তর
Drop your comments: