সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. গোরফান নামে ঠাকুরগাঁওয়ের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৬০ বছর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় সৌদি আরবের মদিনা শহরে প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোরফান ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুন পাড়া গ্রামের আলী আসরাফের ছেলে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেই দেশে অবস্থান করা তার বড় ছেলে মো. হালিম।
গোরফানের গ্রামের বাড়িতে বসবাসকারী ছোট ছেলে সুজন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবের মদিনা শহরে ব্যবসা করছেন। এ মাসের শুরুতে তার বাবার শরীরে করোনা ধরা পড়ে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মদিনা শহরের প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। এর মধ্যেই শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নির্দিষ্ট সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানেই তার জানাজা ও দাফন শনিবার সম্পন্ন হতে পারে বলে জানায় তার পরিবার।
গোরফানের মৃত্যুতে প্রিয় মানুষের শেষ দেখা থেকে বঞ্চিত বৃদ্ধ বাবাসহ তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিপত্নীক গোরফান মৃত্যুকালে এক মেয়ে ও তিন ছেলে রেখে যান।