নিজস্ব প্রতিবেদকঃ প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে মঙ্গল গ্রহে নভোযান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।
শনিবার (১৮ জুলাই) ‘দি এমিরেটস স্পেস এজেন্সি’ ও ‘দ্য মুহাম্মদ বিন রাশিদ স্পেস সেন্টার’ জানায়, মঙ্গল গ্রহের উদ্দেশে মিশনটি শুরু হবে ২০ জুলাই ২০২০। আরব আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে জাপানের টানেগশিমা মহাকাশকেন্দ্র থেকে তা উৎক্ষেপিত হবে।
জাপানের বৈরী আবহাওয়ার কারণে ইতোমধ্যে দুই দফা তারিখ পরিবর্তনের পর নতুন তারিখ ঘোষণা করল দেশটি। অভিযানে ব্যবহৃত মহাকাশযানের নামকরণ করেছে ‘আমাল’ বা আশা।
মানবহীন ‘আমাল’ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গল গ্রহে পৌঁছাবে। ওই বছর আরব আমিরাতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করবে।
Drop your comments: