নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে খাসেরকান্দি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জমি ব্যবসায়ি সিরাজুল ইসলামকে ২ লক্ষ টাকা চাঁদা না দিলে হত্যার মোবাইলে ফোন করে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, ‘আমি সোনারগাও বারদী ইউনিয়নের খাসেরকান্দি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমি, জমি ক্রয় এবং বিক্রয়ের ব্যবসা করে আসতেছি, গত ১৪ /০২/২০২৩ ইংরেজি রাত আনুমানিক ১০:৩৪ ঘটিকায় সময়, ০১৭৩২২০৯৪১৯ নাম্বার হইতে আমার নিজ নামীয় মোবাইল নাম্বারে অজ্ঞাত বেক্তি ফোন করিয়া ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে আমাকে এলাকায় ব্যবসা করিতে দিবে না বলে জানায় এবং সুবিধা মতো পেলে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। উক্ত বিষয়ে স্থানীয় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়েল করেছি। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । আমি অভিযোগের ব্যাপারে সুষ্ট তদন্ত ও বিচার চাই ।’
সোনারগাঁ থানার তদন্ত ওসি আহসানউল্লাহ জানান, বিষয়টির তদন্ত চলমান। দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা গ্রহণ করা হবে।