সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁ ইউনিয়ন ৭,৮,৯ ও ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বিঞ্চাদী বাজার সংলগ্ন ভলিবল খেলার মাঠে, ১৫ ই এপ্রিল বিকেল চারটায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ডাক্তার শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুউদ্দীন সাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান সামসু, এডভোকেট আমির হোসেন আমির, খাইরুল আলম সদস্য সোনা উপজেলা আওয়ামীলীগ, বৈদ্যাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল হোসেন মেম্বার।