সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহ্ফুজুর রহমান কালামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রয়েল রিসোর্টের হলরুমে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর, সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়া, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়নের পরিষদ সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম প্রমূখ।
চেয়ারম্যান কালাম বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, স্থানীয় সাংসদের সাথে সমন্বয় করে সোনারগাঁকে মাদকমুক্ত করে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলব। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার মানের পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হবে। এমকি আমার সম্মানি টাকা দিয়ে সোনারগাঁয়ের গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবো।